সারাদেশ

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান এক হয়ে কাজ করার ঘোষণা

বাবলু | শাহরাস্তি (চাঁদপুর):
চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদিনের গ্রুপিং ও দ্বিধা বিভক্তির অবসান ঘটিয়ে দলীয় প্রার্থীর পক্ষে এক হয়ে মাঠে নামার অঙ্গীকার করেন তারা।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় শাহরাস্তিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ দ্বিধা বিভক্ত নেতাকর্মীরা উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
সভা শেষে নেতৃবৃন্দ একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম টিটু, মাওলানা নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার ও কাজী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির দ্বিধা বিভক্তি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
গ্রুপিং নিরসনের এই সংবাদের খবর পেয়ে মুহূর্তের মধ্যেই সভাস্থলে শতশত নেতাকর্মী উপস্থিত হন। এসময় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লক্ষ্য করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,