সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিদের সাথে বিট পুলিশের মতবিনিময় সভা 

‎নারায়ণগঞ্জ  প্রতিনিধি:
‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে নাসিক ২নং ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনমুখী নানা বিষয়ে আলোচনা করা হয়।
‎এতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, (অপারেশন) মোঃ ওমর ফারুক, উপ-পরিদর্শক মাহবুব আলম, মোঃ জাকিরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন,  ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, জামায়াতের সিদ্ধিরগঞ্জ পশ্চিমের আমির মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।
‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, এলাকায় যদি কোন দোসর থেকে থাকে, যার দ্বারা সাধারন মানুষ নিরীহ মানুষ নির্যাতিত হয়েছে, আমাদেরকে জানাবেন আমরা আইনগত ব্যবস্থা নেব। সিদ্ধিরগঞ্জ এলাকা মাদকে পরিপূর্ণ, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সমাজের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে কোন ধরনের অন্যায় হবে না। এক্ষেত্রে সকলের ঐক্যগত সহযোগিতা জরুরী। ##

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,