কালুখালীর মৃগীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বোরহান উদ্দিন, কালুখালী,রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বড় বাজার এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
নিজস্ব অর্থায়নে এবং বিশ্বাস বাড়ির পক্ষ থেকে, রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদের দিকনির্দেশনায় কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করেন হোগলাডাঙ্গীর কৃতি সন্তান, মৃগী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাজী হোসেন আলী বিশ্বাসের পুত্র এবং কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রুমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মল্লিক, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, মৃগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান বিশ্বাস, মৃগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আকমল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই মানবিক কার্যক্রমে মোট ৫০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়রা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




