সারাদেশ

সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে সুন্দরবন উপকূলে শতাব্দির ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী গ্রামের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আয়োজনে গ্রামবাংলার সংস্কৃতির অংশ হিসাবে দীর্ঘদিনের এই ঐতিহ্য চলমান রেখেছেন।

গত বুধবার ভেটখালী গ্রামে মুন্ডা সম্প্রদায়ের বসবাসরত বাড়ীর সম্মুখ মাঠে অনুষ্ঠিত মোরগ লড়াইটি দেখবার জন্য উপজেলা সহ উপজেলার বাইরে থেকে দর্শনার্থীরা আসেন এবং মোরগ সহ মোরগ লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য হাজির হন অনেকেই।

বছর দুই বাড়ীতে লালন পালন করে বিভিন্ন সাইজের মোরগ নিয়ে হাজির হয়েছেন মালিকরা। মোরগ নিয়ে আসা রাধা কান্ত বলেন মোরগ লড়াইয়ে অংশ গ্রহণের  অপেক্ষায় থাকি পৌষ সংক্রান্তি কবে আসবে। দেখা যায় মাঠে লড়াইয়ের পূর্বে জোড় বেঁধে নিয়ে পায়ে ছোট ছুরি বাঁধা হয় এর পর মুখোমুখি তাদের সাক্ষাত করানো হয় যাতে দু’মোরগ উত্তেজিত হয়ে উঠে। এরপর শুরু হয় দুই মোরগের লড়াই। লড়াইয়ে অংশ গ্রহণকারী মনোতোষ মুন্ডা বলেন এখানকার মোরগ লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য আগে থেকে মোরগ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মোরগ লড়াইয়ে বিশেষত্ব হল যে ব্যক্তির মোরগ জয়লাভ করবে সেই ব্যক্তি হেরে যাওয়া মোরগটি পাবেন।

মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে বসে ছোট ছোট অস্থায়ী টল দোকান । সেখানে ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ও হয় ভাল। মোরগ লড়াই দেখতে আসা মনিন্দ্র গাইন বলেন শত বছরের উর্ধ্বে ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের লোকজন আয়োজন করে থাকেন। এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন এবং প্রতিযোগিরা মোরগ নিয়ে আসেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য পঞ্চান্ন মুন্ডা, দেবেন মুন্ডা, তারা পদ মুন্ডা বলেন প্রায় তিন পুরুষ এই মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে। এখানে এক থেকে দেড় হাজার মোরগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য সাতক্ষীরা,আশাশুনি,দেবহাটা এলাকার থেকে লোকজন আসেন। তারা বলেন এখনও পর্যন্ত এই প্রজন্মও চেষ্টা করছেন ধরে রাখার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ মোরগ লড়াই প্রতিযোগিতাটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,