সারাদেশ

ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বকেয়া বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এসময় হোটেলের ক্যাশ থেকে লক্ষাধিক টাকা লুট করা হয়েছে বলেও ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন।
গত রাতে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকার ‘নিউ থ্রি স্টার দধি ভান্ডার’-এ এই হামলার ঘটনা ঘটে। আহত হোটেল মালিক সুমন মিয়া (৪০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে ওই হোটেলে খাবার খেলেও বিল পরিশোধ করতেন না। গতকাল সকালে অভিযুক্ত ওবাইদুল্লাহ, আব্দুল্লাহ, সিফাতসহ কয়েকজন যুবক খাবার খেয়ে বিল না দিয়ে চলে যেতে চাইলে সুমন মিয়া তাদের বাধা দেন এবং বকেয়া টাকার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী জানান, একই দিন রাত ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে সঙ্ঘবদ্ধভাবে হোটেলে হামলা চালায়। প্রতিবাদ করলে তাকে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলার সময় অভিযুক্তরা হোটেলের ক্যাশ ড্রয়ার ভেঙে ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সুমন মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানিয়েছেন
“অভিযোগটি আমরা হাতে পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,