চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ভাসমান তেলডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সর্বস্তরের জনগণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯শে জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে” গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রহ্মপুত্র নদের তীরে থাকা “ভাসমান তেলডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে, বিভিন্ন স্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের” সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপদেষ্টা আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে “উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা” নামে দুটি ভাসমান তেলডিপো, জ্বালানি তেল সরবরাহ করে এবং এলাকার অনেক জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল বলে জানাযায়। কিন্তু হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে, ডিপো দুটিতে গত প্রায় ৮বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি তেল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।





