সারাদেশ

ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

২০ জানুয়ারী ২০২৬ ঘড়ির কাটায় ঠিক বেলা সারে ১১ টা,পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রশেশ করে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার,সমাজসেবা অফিসার ও নির্বাচন অফিসারবসহ ২ এক কর্মকর্তা ব্যাতীত কোন কর্মকর্তাকে অফিসে পাওয়া নি।

গত ২ দিন অনুসন্ধান করে দেখা যায় কোন কোন কর্মকর্তা অঘোষিত ছুটিতে, কেউ বা রাস্তার মধ্যে কেউ আবার অফিসে আসেন নাই।কেউ বা বাহিরে আছে,কেউ একাধিক উপজেলার দায়িত্বে আছেন বলে জানান।

উল্লেখযোগ্য দপ্তর গুলোর মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, হিসাবরক্ষক অফিসার, মহিলা বিষয়ক অফিসার, সমবায় অফিসার,যুব উন্নয়ন অফিসারসহ একধিক দপ্তর কর্মকর্তা শুন্য।এতে করে জন সেবায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, অফিসার না আসায় জন দুর্ভোগের কোন অভিযোগ পাইনি।সাংবাদিকের আমার কথা কি অভিযোগ নয়? এমন প্রশ্নের জবাবে ইএনও বলেন আপনি লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুুর রহমান মোল্লা বলেন সরকারি দায়িত্ব অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুযোগ রয়েছে।এ ক্ষেত্রে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

বিভাগীয় কমিশনার রংপুরে সাথে যোগাযোগের চেষ্টা করে মতামত গ্রহন করা সম্ভব না হলে ও পরিচালক যুগ্ম সচিব স্থানীয় সরকার আবু জাফর মহোদয় বলেন বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপর বর্তায়। তারপর ও মতামত বিভাগীয় কমিশনার মহোদয়ের নেয়া প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,