চিলমারীতে “উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ ও সার্টিফিকেট” প্রদান কর্মশালা অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে “উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ ও সার্টিফিকেট” প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে জানুয়ারী) সকাল ১০ টার সময় উপজেলা কৃষি অফিসের “কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ডিএই” অফিসে, উপজেলা কৃষি অফিসার “কৃষিবিদ কনক চন্দ্র রায়ের” সভাপতিত্বে ৬০ জন যুবক ও যুবতীকে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আততায়, উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ ও সার্টিফিকেট” প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, রংপুর অঞ্চল, কৃষিবিদ অশোক কুমার রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি), তানভীর আহমেদ সরকার; উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, রাজু আহমেদসহ কৃষি অফিসের অন্যান্য সহায়তাকারীবৃন্দ। পরে সকল প্রশিক্ষনার্থীদের হাতে “একদিনের কোর্সের সার্টিফিকেট” প্রদান করা হয়েছে।





