সারাদেশ

এই নির্বাচন আদায়ে অনেক মানুষ গুম হয়ে গেছে 

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এই নির্বাচন এমনি এমনি আসে নাই৷ এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝড়াতে হয়েছে৷ অনেক মানুষ গুম হয়ে গেছে৷ একসাথে যাদের সাথে রাজনীতি করেছি তাদের মধ্যে অনেকেই গুম হয়ে গেছে। আমাকে আল্লাহপাক বাচিয়ে রেখেছে আপনাদের সেবা করার জন্য, এই আপামর মানুষের সেবা করার জন্য।
রবিবার(২৫ জানুয়ারী) সন্ধ্যার পর ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে বিএনপির  নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষকে  ফ্যামেলী কার্ড দেওয়া হবে। ফ্যামিলী কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা  দূর করা হবে।
  আমি সাধারন কৃষক পরিবার থেকে  জাতীয়তাবাদী চেতনায়  লড়াই সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে লড়াই,সংগ্রাম  করেছি,  গনতন্ত্রের  জন্য রক্ত ঝড়িয়েছি, জেল জুলুম খেটেছি তবুও আদর্শ থেকে পিছপা হইনি।
উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদার সঞ্চালনায় এ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তরের কৃষকদলের যুগ্ম আহবায়ক জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু,সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস,উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর,সহ কয়েক সহস্রাধিক বিএনপির নেতা কর্মী ও সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,