সারাদেশ

নোংরা পানি পেরিয়েই শিক্ষার্থীদের যেতে হয় স্কুলে 

হোসাইন মাদারীপুর মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে: একটুখানি বৃষ্টি হলেই জমে হাঁটু সমান পানি। আর নর্দমার পানি উপচে সেই পানির সঙ্গে মিশে হয় একাকার। এ অবস্থায় ওই নোংরা পানি পেরিয়েই শিক্ষার্থীদের আসতে হয় বিদ্যালয়ে।

এটি মাদারীপুর সদরে পুরান বাজার মাছ বাজারের পিছনে রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুলের চিত্র।

মাদারীপুর পুরান বাজার পৌরসভা ২ নং ওয়ার্ড  শহরের প্রাণকেন্দ্রে বিদ্যালয়টির অবস্থান।

সরজমিনে দেখা গেলো বিদ্যালয়ের পাশে মাছ বাজার থাকায় এবং রাস্তার সামনে ময়লা আর্বজনা ফেলার কারনে রাস্তা দুরগন্ধ ও একটুখানি বৃষ্টি হলেই জমে হাঁটু সমান পানি। আর নর্দমার পানি উপচে সেই পানির সঙ্গে মিশে হয় একাকার। এ অবস্থায় ওই নোংরা পানি পেরিয়েই শিক্ষার্থীদের আসতে হয় বিদ্যালয়ে।  ফলে পরিবেশ অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। এর মধ্যে বেড়ে উঠছে মশার অভয়ারণ্য সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম হাওলাদার বলেন, এখানকার পরিবেশ সত্যি অস্বাস্থ্যকর। বৃষ্টি ও নর্দমার পানি জমে একাকার হচ্ছে বিদ্যালয় পাশের রাস্তা। নোংরা পানি পেরিয়েই শিক্ষার্থীদের আসতে হয় । এনিয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় আছি আমরা। বিষয়টি বেশ কয়েকবার স্থানীয় পৌর মেয়রকে অবহিত করা হয়েছে কিন্ত কোনো কাজ হয়নি। ৫ জুলাই ২০২৪ এর পরে পৌরসভা এই রাস্তার পাশে ড্রেনের কোন কাজ করে নাই।

বিদ্যালয়ের শিক্ষার্থী কিরন আক্তার, অমর, লুৎফর এর সঙ্গে কথা বললে তারা জানায়, এই রাস্তা দিয়ে আমরা ঠিক মতো স্কুলে যাইতে পারি নোংড়া পানি দুর্গন্ধ অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসতে হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, আবর্জনা ও রাস্তা পরিষ্কারের জন্য আমরা ব্যবস্থা নিবো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,