সারাদেশ

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

নির্বাচনি প্রচার-প্রচারণা কার্যক্রমে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া। এ ঘটনায় তিনি সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।

নির্বাচনি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া বলেন, ইতোমধ্যে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছালে মৃত মজিবর রহমানের ছেলে মো. সুজন ক্ষুব্ধ হয়ে তার নির্বাচনি প্রচারণায় বাধা দেন। একইসঙ্গে তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সুরুজ মিয়া বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. সুজন বলেন, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। তিনি তাকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন মাত্র।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সংসদ সদস্য পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,