সারাদেশ

“পালিয়ে যাওয়ার রাজনীতি বিএনপির নয়, জনগণের সঙ্গেই আছি” নওগাঁর সমাবেশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শক্তির কারণেই দীর্ঘ ১৭ বছর নানা নির্যাতন ও বাধা পেরিয়েও বিএনপি আজ টিকে আছে। তিনি স্পষ্ট করে বলেন, “হুট করে প্লেনে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা আমাদের নেই। আমাদের তো যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে তিনি নওগাঁ সফরে আসেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতির পরিণতিতে একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। তবে আরেকটি গোষ্ঠী রয়েছে, যারা দীর্ঘদিন আড়ালে থেকে একই শক্তির সঙ্গে যুক্ত ছিল। তারা মাঠে না থাকলেও ভিতরে ভিতরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “২০০৮ সালের মতো যেন খালি ব্যালট বাক্স ভরা বাক্সে রূপান্তরিত করতে না পারে, সেজন্য ব্যালট পাহারা দিতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে দেশের সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত কোনো পরিবর্তন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের মানুষ, নারী সমাজ ও সাধারণ নাগরিকদের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে সে লক্ষ্যেই কাজ করা হবে। তিনি বলেন, “শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন হয়েছে। বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি।”
কৃষকদের বিষয়ে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। নওগাঁ অঞ্চলে ধান ও আম চাষের ব্যাপক সম্ভাবনা থাকলেও আম সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীতে পৌঁছাতে রেল ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে এবং পর্যায়ক্রমে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যাতে সহজে বীজ ও সার পাওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা শক্ত ভিত্তি পায়।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সুবিধা প্রদান করা হবে। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সংকট দূর করতে স্থানীয় পর্যায়ে হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে সাধারণ রোগের চিকিৎসা ঘরে বসেই পাওয়া যায়।
শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার গণ্ডি শুধু ডাক্তার বা প্রকৌশলী হওয়াতেই সীমাবদ্ধ নয়। খেলাধুলা ও প্রযুক্তি খাতেও বড় সম্ভাবনা রয়েছে। স্কুল পর্যায় থেকেই খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনের পাশাপাশি বৈদেশিক আয় সম্ভব হবে। তিনি জানান, কৃষিভিত্তিক অঞ্চল ও শিল্প এলাকার সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। আইটি খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ ওলামা ইসলামের সভাপতি মুফতি ইলিয়াস তুহিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মান্দা থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সভানেত্রী সাবিনা আক্তার পলি, সদর বিএনপির সভাপতি দেওয়ার মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, যুবদল নেতা শামিনুর রহমান শামিমসহ অন্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজ রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী আব্দুল বারী বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,