সারাদেশ

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

সাভার প্রতিনিধি: তানভীর আহাম্মেদ দীপ

সাভারের বিরুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড় এলাকায় ১৫–১৬ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। তবে অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
২টি লোহার তৈরি দা
১টি লোহার তৈরি ছুরি
১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল
৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ সানি মিয়া (৩৫)
২. মোঃ রাসেল মিয়া (৩২)
৩. মোঃ রিপন মিয়া (৩৩)
৪. মোঃ শাহিন মিয়া (৩১)
৫. মোঃ মাসুদ রানা (৩১)
৬. মোঃ সোহাবান মিয়া (২৩)
৭. মোঃ নুর নবী (২৭)
৮. মোঃ ইমন মিয়া (২৫)
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,