সারাদেশ

স্বাধীনতা বিরোধীদের রাজনীতি থেকে সতর্ক থাকার আহ্বান সালাহউদ্দিন আহমদের

কক্সবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীর্ষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নামে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জনসভার আগেই নারী-পুরুষ স্লোগানে স্লোগানে, নেচে-গেয়ে জনসভায় যোগ দেন। অনেকেই মাঠে স্থান না পেয়ে দালান-কোঠায় বসে জনসভায় অংশ নেন। আবার অনেকেই ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে আসেন।

বিকেল ৫টায় শুরু হওয়া নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নতুন রূপে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে। তারা দাবি করছে-তাদের দলে একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছেন এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বাস্তবে এসব দাবি জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, বিএনপির হলো মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল। আমরা মুক্তিযোদ্ধাদের দল। এই দলটি প্রতিষ্ঠা করেছেন এদেশের স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনের মাধ্যমে তিনি বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি আইনের শাসন কায়েম করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রদান করেন। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। দীর্ঘ নয় বছরের সংগ্রামের মাধ্যমে তিনি দেশকে ফ্যাসিবাদমুক্ত করেন। এই হলো বিএনপির ইতিহাস।

ধানের শীর্ষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক পরিচয়ে বাংলাদেশি এবং সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান অধিকারভোগী-এটাই বিএনপির অঙ্গীকার। তিনি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের থেকে সতর্ক থাকতে বলেন, কারণ তাদের অতীতে স্বাধীনতাবিরোধী ভূমিকা ছিল।

তিনি জানান, সব ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপিই গণমানুষের দল, যারা বাংলাদেশের পক্ষে নীতি, কর্মসূচি, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি করে।

নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,