সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জোর বিয়ারা ঘাট এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান ও বার্তা তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার আমির অ্যাডভোকেট নাজিমুদ্দিন, সিরাজগঞ্জ পৌর আমির আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং কালিয়া হরিপুর ইউনিয়নের আমির মোহাম্মদ ইয়ামিন শাহ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান নয়, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে একটি নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।





