মাহফুজুর রহমান মাসুম ও আরশে আজিম আরিফের নেতৃত্বে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা
চট্টগ্রাম প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান’র পক্ষে ডোর টু ডোর প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার দেওয়ান বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ডোর টু ডোর এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও আরশে আজিম আরিফের নেতৃত্বে।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন, ভোটাধিকার ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলতাফ হোসেন, যুবদল নেতা সাকিব উল হোসাইন, ছাত্রনেতা আয়াজ বিন আলমগীর আবির, আবিদ আহসান খান, আফ্রিদি কবির খান, খান মোহাম্মদ রোকনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, ডোর টু ডোর প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা নির্বাচনে বিজয়ের আশাকে আরও জোরালো করছে।





