সারাদেশ

নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা: আওয়ামী লীগের টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক

এইচ এ বাবলু।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার-কে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার (পিতা: মৃত আব্দুল মালেক) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা।
দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের টেলিগ্রাম পেইজটির যৌথ এডমিন হিসেবে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল।
এ ঘটনায় আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,