সারাদেশ

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

(ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা চসিকের অন্যতম অঙ্গীকার। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২৮ এপ্রিল) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক কায়সার নিলুফার কলেজের গভর্নিং বডির সভা এবং পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চসিক পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে, সে জন্য তাদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা দিতে হবে। এজন্য প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাসামগ্রী সরবরাহ এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নেও অধিক গুরুত্ব প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।”

সভায় মেয়র শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠা। আমরা চাই, চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নগরীর মধ্যে আদর্শ হয়ে উঠুক।”

সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং