সারাদেশ

আওয়ামিলীগ সরকার আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।       

  পিরোজপুর প্রতিনিধি:
আওয়ামিলীগ সরকার আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার উদ্দেশ্যে কোনঠাসা করে রেখেছিল। চাকরির ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হত না। যেকারণে অনেক শিক্ষার্থী নিরুৎসাহিত হয়ে আলিয়া মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছেল।
শনিবার (৩ মে) পিরোজপুর আল্লামা সাইদী ফাউন্ডেশনে  “মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ” শীর্ষক আলোচনা সভায় সদর উপজেলার আলিয়া মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।
পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, পিরোজপুর সদর দাখিল পরীক্ষা কেন্দ্রের সুপার মোহাম্মদ শওকত আলী।
এসময় প্রধান অতিথি আরও বলেন, আমরা আগামী অর্থবছরে প্রতিটি জেলায় আলিয়া মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব। এছাড়াও যেসব আলিয়া মাদ্রাসায় সরকারি ভবন নেই, সেখানে সরকারি ভবন দেওয়ার ব্যবস্থা করা হবে এবং পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,