বেনাপোলে সরকারী রেলওয়ের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
বেনাপোলে সরকারী রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহু তল ভবন নির্মার্ণের অভিযোগ উঠেছে। পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেদেয়। রেলওয়ে কর্তৃপক্ষ চলে যাওয়ার পর ভবন মালিকের নির্দেশ আবারও পূনরায় নির্মাণ কাজ শুরু করেন শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মাণ করেছে। আজ সে আবার শ্রমিকদের দিয়ে আরো কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানায় পুলিশ চলে যাওয়ার পর পর আবারও সেখানে নির্মাণ কাজ শুরু করে। সূত্রটি দাবি করে বলে, ঐ জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার জনৈক কথিত (স্বর্ণ ব্যবসায়ি) ওসমান নামে একজন যৌথ ভাবে এ ভবর নির্মাণ করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোল সহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মাণ এর কাজ করে চলেছে।
এ বিষয় জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষর সংশ্লিষ্ট বিভাগ এর সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।
বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।
রেলওয়ের প্রকৌশলী বিভাগের মোবাইল ফোন নম্বর (০১৭১১-৬৯২৮৬৪) থেকে ফোন দিলে ও তারা ফোন রিসভ করেন নাই।