সারাদেশ

গাজায় নির্মম গণহত্যা-মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১২টায় শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ন্যাক্কারজনকভাবে গাজায় শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,