জামায়াত দুর্নীতি, সন্ত্রাস, লুটপাটের সাথে জড়িত হয় নাই – মোয়াজ্জেম হোসাইন হেলাল

পিরোজপুর প্রতিনিধি :
দেশের জনগণ জুলাই অভ্যুত্থানের পরে দেখেছে জামায়াত মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ, সমস্যা, সংকট, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাটের সাথে জড়িত হয় নাই। শনিবার (১০ মে) রাতে পিরোজপুর আল্লামা সাইদী ফাউন্ডেশনের হলরুমে জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড মোয়াজ্জেম হোসাইন হেলাল।
তিনি আরও বলেন, দেশের একটি পরিবর্তন এসেছে। একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ পেয়েছি । নতুন বাংলাদেশে, বাংলাদেশের জনগণ একটি কল্যাণমুখী সমাজ প্রত্যাশা করে । সেই কল্যাণমুখী সমাজের লক্ষ্যে বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা ৫৩ বছরে অদল বদল করে যারা ক্ষমতার বিভিন্ন পর্যায়ে থেকেছে দেশের জনগণ তার থেকে বিকল্প শক্ত হিসেবে নতুন শক্তিতে চাচ্ছে। যারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, নির্লোভ তারা নির্মহ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবে। সেই দলই বাংলাদেশ জামাতে ইসলামী।
১৫ বছরে জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। অনেক ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, তিতিক্ষা, শাহাদাত, জেল জুলুমের পরেও আল্লাহর দিনের এই কর্মীরা আল্লাহর উপর ভরসা রেখে তারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।
এ সময় এ্যাড. হেলাল আরও বলেন, দেশের জনগণ এই ধরনের লোক এই ধরনের লোকজনদেরকে আগামী দিনে দেশ পরিচালনা দেখতে চায় । সেই সংগঠন দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখে। আগামী দিনে বাংলাদেশের দায়িত্বে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী আসে তাহলে কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করা হবে। সেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা হবে।
সেখানে কোন বৈষম্য থাকবে না । সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে জামায়াত ইসলামী কাজ করে না। জামাত ইসলামী মানুষের ভাগ্য পরিবর্তন হলে, সমাজের ভাগ্য পরিবর্তন হলে, জাতির সকলেই উপকৃত হবে । সেই ধরনের একটি সমাজ বিনির্মাণ করতে চায় । এটাই আল্লাহর কোরআনের কথা।
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে।