সারাদেশ

পিরোজপুরে দুপুরের খাবার খেয়ে ৭ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি আবাসিক মাদ্রাসার  শিক্ষার্থীরা দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
‎অসুস্থ শিক্ষার্থী হলো আল আমীন (৯), মো. রায়হান (১২), মো. আব্দুল্লাহ আল মামুন (১৩), মো. জাকারিয়া (১৪), মো. মিরাজ হোসেন (১৩), মো. জোবায়ের (১০), মো. রাসেল (১০)।
‎হাসপাতাল ও মাদ্রাসা সূত্রে জানা গেছে,  শনিবার (১০) দুপুরে মাদ্রাসার ১৫ জন আবাসিক শিক্ষার্থীদের খাসির মাংস, লাউয়ের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সরবরাহ করা হয়। খাবার শেষে বিকেলে শিক্ষার্থীরা বিশ্রামে যাওয়ার পর থেকে বমি করতে থাকে। এতে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আটজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। অন্য সাতজন শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রয়েছে। তাদের স্যালাইন চলছে। এ ঘটনার পর থেকে মাদ্রাসার বাবুর্চি মো. এনামুল হোসেন আত্মগোপনে আছেন।
‎এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের খাবারের পরে বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে ১৫ জন শিক্ষার্থীকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। সাতজন অসুস্থ শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়জনিংয়ের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে। ১৫ জনের আটজন প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বাড়ি ফিরে গিয়েছে। অন্য সাতজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,