সারাদেশ

না‌জিরপুরে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:
পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বিস্ফোরক আইনের মামলায় আসামি যুবলীগ লীগ নেতা মো. আল-মামুন হাওলাদার (৪০) কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
শুক্রবার (০৯ মে) গভীর রাতে উপ‌জেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন হাওলাদার উপ‌জেলার কলারদোয়ানিয়া গ্রামের মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তি‌নি কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
না‌জিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মামুন হাওলাদারের বিরুদ্ধে না‌জিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা র‌য়ে‌ছে। দায়ের হওয়া সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হ‌য়ে‌ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,