সারাদেশ

পলাশবাড়ী সিনিয়র দ্বি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন।

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র দ্বি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ রোববার (১১ মে ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও তা শেষ হয় দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে। এই দিন ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক শফিউল ইসলাম, মৌলভী শিক্ষক গোলাম আজম এবং সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম । সকল ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ সময় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলাম।

এর আগে গতকাল অভিভাবক ও দাতা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়, যা একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ জালাল, অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শামীম রেজা, হাফেজ আব্দুস সামাদ এবং সেলিম রেজা।

নির্বাচিত শিক্ষক প্রতিনিধি,দাতা সদস্য ও অভিভাবক সদস্যদের প্রতি শুভেচ্ছা ও সফল দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,