দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১মে রবিবার দেবীগঞ্জ মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত এ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলার আহ্বায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক আবু তোয়াবুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াল, জিয়া পরিষদের জেলা সভাপতি ও দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহমেদ তুহিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা বক্তব্য দেন।
শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব নুরে আলম প্রধান টুটুলের সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলনে দেবীগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট এ ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করে।