সারাদেশ

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল মিস্ত্রীর মৃত্যু 

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

যশোরের বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে এক সাইকেল আরোহী

(তরুণ) নিহত হয়েছেন। (১১ই মে) রবিবার  দুপুর ১২টার সময়, বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে। পেশায় তিনি একজন মোটর সাইকেল গ্যারেজ মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর-বেনাপোল মহাসড়কে, বাই সাইকেল যোগে সকালে বেনাপোল বাজারে মোটর সাইকেলের গ্যারেজে যাওয়ার সময় পথে পেছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক্টর ইসমাইলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও যানটি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “ঘাতক চালককে ধরতে অভিযান চলছে।”

এদিকে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান জানান, দূর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে ও হাসপাতালে আসার পর তাদের কাউকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ইসমাইলের মৃত্যু হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,