সারাদেশ

মহেশপুরের মাটিলা সীমান্তে স্থানীয়দের সাথে বিজিবি’র মতবিনিময়

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরেমাঠিলা সীমান্তে স্থানীয়দের সঙ্গে মহেশপুর-৫৮বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মাঠিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৯টায়মহেশপুর-৫৮ বিজিবি’র সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যজানানো হয়। অনুষ্ঠানেঅত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম কর্তৃক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশনা করা, সন্ধ্যার পর শূন্য লাইনে না যাওয়া কিংবা অবস্থান না করা, সকল প্রকারেরচোরাচালানকারীদের (মাদক, স্বর্ণ, গরু, মানুষ ও শিশু পাচারকারী ইত্যাদি) সামাজিকভাবেপ্রতিহত করা, মাদক’কে না বলা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কেবিজিবিকে তথ্য প্রদান করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়া, শুন্যলাইন বরাবর গবাদি পশু না চরানো, ভারতীয় জমি লিজ না নেয়া কিংবা চাষ না করা, বর্তমানপরিস্থিতিতে সীমান্তের দিকে সকলের সতর্ক দৃষ্টি রাখা এবং  বিএসএফ কর্তৃক সম্ভাব্য পুশ ইন প্রতিরোধ করা,সীমান্তের কাঁটাতারের মাঝের গেইটের প্রতি নজর রাখা ও সীমান্তের ওপারের কোন তথ্য পেলেবিজিবি’কে অবগত করা ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।মতবিনিময় সভায় আনসার ভিডিপি’র সদস্যসহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণউপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,