পিরোজপুরের যুবলীগ নেতা নাছির গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:
চাঁদাবাজি ও বিস্ফোরক আইনের মামলায় পিরোজপুর যুবলীগের অন্যতম নেতা নাসির উদ্দীন হাওলাদারকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার (১১ মে) বিকেল ৪.৩০ মিনিটে যাত্রাবাড়ি থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবুর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম।
মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে।
যুবলীগ নেতা নাছিরের গ্রেফতারের বিষয়টি যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু নিশ্চিত করে বলেন, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলামের পাঠানো গ্রেফতারের রিকুইজিশনের ভিত্তিতে মামলার ০২ নং আসামি নাছিরকে রবিবার ৪০.৩০ মিনিটে গ্রেফতার করা হয়েছে। তাকে পিরোজপুরে পাঠানোর প্রক্রিয়া চলমান।