সারাদেশ

যুবদল নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিরুখালী বাজারে মানব বন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
 শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে পাঁচটায় প্রায় ৩ শতাধিক নারী পুরুষের উপস্থিতে মিরুখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মিরুখালী স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির  সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মনির, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাঈম প্রমুখ।
মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার বলেন ২০১৪ সালে আমার ছোট ভাইকে হত্যা করেন আল-আমীন তালুকদার। তার বিচার ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি। এখন সেই খুনিরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেন। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমার নামের মামলা প্রত্যাহার চাই।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দোসরা এখনও আমাদের সহযোদ্ধাদের নামে মিথ্যা মামলা করেন। সেই মামলার তদন্ত না করে মামলা রুজু করেন। এসময় তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,