পূর্বধলা জালে ধরা পড়লো সাড়ে ১২ কেজির বোয়াল, বিক্রি হলো ১৬৮০০ টাকায়

মোঃ মিঠু সরকার, পূর্বধলা(নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় জেলের জালে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন মেপে দেখা গেছে ১২ কেজি ৫০০ গ্রাম।
গত শুক্রবার (১৬ মে) ভোরে কংশ নদের ঘাগড়া ও কুচখালীর মাঝামাঝি স্থান থেকে জেলে রামিমের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় ঘাগড়া বাজারে নিয়ে আসলে মাছটিকে দেখতে উৎসুক জনতা ভীড় করেন।
জানা গেছে, মাছটি বিক্রির জন্য তিনি ঘাগড়া শিয়াল মার্কেট এর ব্যবসায়ী শাহিন আকন্দের সাথে যোগাযোগ করলে সেখানে তাকে আসতে বলেন। তারপর মাছটি সেখানেই শাহীনের কাছে প্রতি কেজি ১৩৫০ টাকা দরে মোট ১৬ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করে দেন।
মাছটির ক্রেতা শাহীন আকন্দ বলেন, মাছটি পেয়ে রামিম আমাকে অবগত করে। পরে তাকে আমার দোকানে আসতে বলি। সে মাছ নিয়ে আসার পর মাছটি দেখে আমার খুব পছন্দ হয় । সেজন্য আমি মাছটি কিনেছি।
জেলে রামিম জানান, প্রতিদিনের মতো কংশ নদে গত বৃহঃস্পতিবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। শেষে ভোররাতে জাল টানতেই দেখে একটি বড় সাইজের বোয়াল মাছ ধরা পড়েছে। সে মাছটি এই দামে বিক্রি করতে পেরে খুশি। কিছুদিন আগেও তার জালে এমন মাছ পাওয়া গেছে।