সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে দলে নেওয়া যাবে না – আমীর খসরু মাহমুদ চৌধুরী

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
জনাব খসরু বলেন, গত ১৫ বছর বিএনপির সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১০-১৫ বছর ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারেনি। কারো বাড়িতেও যদি একটা অনুষ্ঠান বা আলোচনা হচ্ছে, সেখানেও গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত। আর বাইরে সাংগঠনিক কার্যক্রম অসম্ভব বললে ভুল হবে। সেটা আমরা সবাই জানি। কারণ দীর্ঘ ১৫ বছর বিএনপির মতো এত বড় একটা বিশাল দল; যারা রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে দলের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো আমরা করতে পারিনি। বাধা উপক্ষো করে অনেক কিছু করেছে, সংগ্রাম মৃত্যুবরণ, রাস্তায় নামতে হয়েছে, জেলে যেতে হয়েছে, মৃত্যুবরণ করেছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে; প্রায় ৭০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারি নাই। সদস্য নবায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলমসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।