সারাদেশ

সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে কৃষক নিহত-১ আহত ১৫

‌ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকালে রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত কৃষক নজরুল ইসলাম (৪৫)। রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ১৯ মে থেকেই কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তথ্যটি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সকা‌লে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হ‌য়ে‌ছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,