সারাদেশ

নাগরপুরে বিএনপি নেতা বাদশার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে সুদামপাড়া গ্রামের বিএনপি নেতা বাদশার বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জেরে জব্বার মিয়াকে হত্যার অভিযোগে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০মে) সুদামপাড়া বাজারে  প্রধান সড়কে   এলাকাবাসী  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এসময় উপস্থিত এলাকাবাসী  বলেন, গতকাল জমি নিয়ে বিরোধের জেরে জব্বার মিয়াকে পিটিয়ে হত্যা করা হয় এই খুনের সাথে যেবা যাহারা জরিত তাদেরকে আইনের আওতায় এনে খুনির সর্বোচ্চ বিচার দাবি করছি। বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল সেই দলের নাম ভাঙিয়ে সে বিভিন্ন ধরনের অপকর্মে করে, যারা এইধরনের কাজে  জড়িত  তাদের বিচার দাবি করছি।
এসময় মহিলারা ঝাড়ু হাতে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিলে অংশ নেয় এবং ছবিতে ঝাড়ু দিয়ে বারি দিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,