লালমনিরহাট সরকারী কলেজ শাখার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার, সাংবাদিক মারধরের মামলায়

লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
হাতীবান্ধায় সাংবাদিককে মারধরের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিকের ওপর হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন রহমানকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ মে) বিকালে হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার স্বাধীন রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি এবং ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমানের ছোট ভাই।
পুলিশ জানায়, চলতি বছরের ১৮ জুলাই আনন্দ টিভি’র সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক আব্দুর রহিম বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অজ্ঞাত আসামী লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা স্বাধীন রহমানকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বার্তা ২৪ কমকে বলেন, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা ও মারধরের মামলায় অজ্ঞাত আসামী হিসেবে স্বাধীন’কে গ্রেপ্তার করা হয়েছে