সারাদেশ

রামপালে ভুমিদস্যু লালুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগের কারণে ভুমিদস্যু মনিরুজ্জামান লালুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২০ মে) বিকালে রামপাল উপজেলার নতুনহাট বাজারে  এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলার শংকরনগর গ্রামের শেখ আ: হামিদের পুত্র যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালু মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন স্থানীয় একটি কওমি মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী ও খান জাহান আলী এর বিরুদ্ধে। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের কারণে ফুসে উঠেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমি দস্যু লালু আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না নতুনহাট বাজারের ব্যবসায়ীরা। স্থানীয়দের ভাষ্য  মতে লালুর নামে একাধিক সন্ত্রাসী মামলা, অকারণে মানুষের সঙ্গে বিবাদে লিপ্ত থাকা, বিভিন্ন ঘেরের মাছ চুরির অপবাদ রয়েছে।
শংকরনগর গ্রামের ৯০ দশকের ইউপি সদস্য মোহাম্মদ আলী ও খান জাহান আলী’সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মৎস্য ঘের থেকে প্রায় ৩  লক্ষ টাকার মাছ লুট, দুটি মোবাইলে ফোন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
লালুর চাচা আব্দুল হক বলেন, লালু এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারামারি,  ঘেরের মাছ চুরি,  সাধারণ মানুষকে হয়রানি করা তার নিত্য  দিনের কাজ ।
এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য মিডিয়ায় প্রচার করেছে। এ ধরণের কাজের সাথে আমি জড়িত নয়, আমার মান সন্মান ক্ষুন্ন করার জন্য এ কাজ করেছে। লালু দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
মনিরুজ্জামান লালুর মুঠোফোন বন্ধ থাকার কারণে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই এলাকাবাসী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,