সারাদেশ

আইন শৃংখলা কমিটির সভায় এসে ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে  উপজেলা পরিষদ চত্বর থেকে এক সঙ্গে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আটক করেছে পুলিশ।
বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ২১ মে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, ক‌ঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।
ফুলছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,