সারাদেশ

চিরিরবন্দরে বজ্রপাতে শিশুর মৃত্যু।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে লিচু বাগানে বজ্রপাতে জনশ্রী রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বজ্রপাতের ঘটনাটি ২১ মে বুধবার আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে ঘটেছে। নিহত জনশ্রী রায় ওই গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে।
জানা গেছে, পিতামাতা ও ভাই-বোনসহ শিশু জনশ্রী রায় বাড়ির পাশের লিচু বাগানে অবস্থান করছিল। ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে শিশু জনশ্রী রায় ঘটনাস্থলেই মারা যায়।
আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম জানান, বুধবার দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় শিশু জনশ্রী রায় বজ্রপাতে মারা যায়।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,