গর্বিত বোচাগঞ্জ, জাতীয় সেরার পাশে দাঁড়াল জামায়েতে ইসলামী

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে অনন্য নজির গড়েছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা। তার এই সাফল্যে গর্বিত পুরো বোচাগঞ্জ উপজেলা। এবার তার শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ২নং ইশানিয়া ইউনিয়ন শাখা।
সোমবার (২৬ মে) সকালে সোহানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, সোহানার ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ লেখাপড়ার ব্যয়ভার তারা বহন করবে। এ ঘোষণা দেন ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন।
তিনি বলেন, “এমন মেধাবী শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সমাজের প্রতিটি সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। জামায়াতে ইসলামী সবসময়ই শিক্ষা ও মানবিক উদ্যোগের পাশে আছে, সোহানার শিক্ষাজীবন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, “সোহানার পরিশ্রম, আত্মনিবেদন এবং আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় আজ সে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। তার পাশে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
সোহানাও তার অনুভূতি জানিয়ে বলে, “এই সাফল্য সৃষ্টিকর্তার কৃপা ও আমার শিক্ষক, পরিবার এবং এলাকার সবার সহযোগিতার ফল। আজ যারা আমার পাশে দাঁড়ালেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি দেশের জন্য আরও বড় কিছু করতে চাই।”
উল্লেখ্য, সোহানা উপজেলার পর্যায়ে প্রথম হয়ে জেলা ও বিভাগীয় পর্ব অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছায় এবং সেখানেই ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে অর্জন করে জাতীয় শ্রেষ্ঠত্ব।
সোহানার এই অনন্য অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং পুরো বোচাগঞ্জ উপজেলার জন্য এক গর্বময় অধ্যায় রচনা করেছে।