সারাদেশ

সিরাজগঞ্জে বসতবাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু ও ২টি মহিষ চুরি

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের মির্জার বসতবাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু ও ২টি মহিষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘরে ঢুকে গলায় রশি কেটে গরু ও মহিষগুলো চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আব্দুল কাদের মির্জা এবং তার ভাইয়ের সর্বমোট প্রায় ১১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গরুর মালিক আব্দুল কাদের মির্জা ব‌লেন, রাতের বেলা অজ্ঞাতনামা চোরেরা তাদের বাড়ির গোয়ালঘর থেকে গরু ও মহিষগুলো চুরি করে নিয়ে গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে বলেন, গরুর মালিক আব্দুল কাদের মির্জা রাত অনুমান ১২টার দিকে বাড়িতে থাকা গোয়ালঘরের গরু ঠিকমতো দেখে শুয়ে পড়েন। রাত ১টার দিকে গ্রাম পুলিশ রাস্তা দিয়ে মাইকিং করে গরু চোরের বিষয়ে সতর্ক করে যান। এরপর রাত অনুমান ২টার দিকে মোঃ আবু তালেব মির্জা গোয়ালঘরে গিয়ে দেখেন তার গোয়ালঘরের গরু নেই। এই চুরির ঘটনায় দুই ভাইয়ের আটটি গরু ও দুইটি মহিষের আনুমানিক ১১ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। পুলিশ চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,