সারাদেশ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে, ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় ১০ কেজি গাঁজা, মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১০,৭৭০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. উসমান গণি।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার শ্রীধরপুর গ্রা‌মের মৃত আব্দুল সামারদর ছে‌লে মোঃ জীবন হোসেন (৪২),
মোঃ হাফিজ মিয়া ছে‌লে, মোঃ জুয়েল মিয়া (৩৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,