সারাদেশ

ফকিরহাটে সাংবাদিক ও ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে ৪ জন সাংবাদিক, একজন বর্তমান এবং একজন সাবেক ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঘটনার সূত্রপাত ঘটে বাহিরদিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা আলম শেখ ও মিজান শেখ মোবাইলে বিষয়টি জানালে সাংবাদিক মোঃ হাফিজুর রহমান ও সাংবাদিক মোঃ মুন্সী আলী আকবর ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত লিগ্যাল এইড অফিসের কর্মচারী রবিউল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন-এর নির্দেশে বাহিরদিয়া ফাঁড়ির এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে বললে তারা ফিরে যান। কিন্তু পথিমধ্যে বুড়ির বটতলা এলাকায় রবিউল ইসলাম সহ ৫-৬ জন ব্যক্তি সাংবাদিকদের পথ রোধ করে হামলার চেষ্টা করে। তখন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও মাস্টার মুস্তাফিজুর রহমান এসে পরিস্থিতি সামাল দেন।
এ ঘটনার জেরে রবিউল ইসলাম বিচারক মোঃ ইব্রাহিম খলিল মুহিম-এর সহযোগিতায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মোঃ খাবির হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ মুন্সী আলী আকবর, বর্তমান ইউপি সদস্য মোঃ জায়েদ হাসান ও সাবেক ইউপি সদস্য মোঃ আলী আহমদ-কে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, ঘটনায় জড়িত না থেকেও তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসাথে অভিযোগ উঠেছে, বিচারকের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,