সারাদেশ

নির্বাচনী প্রচারণায় শিশু ব্যবহার বন্ধের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি প্রদান

হযরত আলী বেলাল, নীলফামারী প্রতিনিধি: নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার বন্ধের জোরালো দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখা।

রোববার (২৫ জানুয়ারি) সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন। জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি–২০১১ এবং শিশু আইন–২০১৩ অনুযায়ী শিশুদের নির্বাচনী কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাস্তবে বিভিন্ন স্থানে শিশুদের দিয়ে মিছিল, পোস্টার বহন, স্লোগান দেওয়া ও প্রচারণামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এর ফলে শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার চরমভাবে ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এসব অনিয়ম বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা নিশ্চিত করার দাবিতে চার দফা সুপারিশ উত্থাপন করা হয়। এ সময় সংগঠনের জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন, “শিশুদের হাতে বই থাকার কথা, ব্যানার নয়। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধীই নয়, এটি এক ধরনের নীরব নির্যাতন। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাবে।”  স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের সুরক্ষা ও আইন বাস্তবায়নে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”  সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব, মানবিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সচেতনতামূলক আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,