সারাদেশ

রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ 

গোবিপ্রবি প্রতিনিধি:-
আল্লাহ ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম কে নিয়ে কটুক্তিকরায় রাখাল রাহা, সোহেল হাসান গালিব এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন দ্বারা মুসলিম বোনকে ধর্ষন কারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) জুম্মার নামাজ শেষে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ” আল্লাহ রাসূলের অপমান, সয়বে নারে মোসলমান”, “দুনিয়ার মুসলিম, এক হও এক হও”,” বদরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”,”নাস্তিকদের আামড়া, তুলে নিব আমরা”,”বাংলার মাটিতে, নাস্তিকের ঠাঁই নাই “,” নাস্তিকের বিচার, করতে হবে করতে হবে ” সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, “আমরা সবাই জানি কুরআন ও রসূল ( সঃ) কে নিয়ে কটুক্তি করা একটি সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাসূল (সঃ) কে অবমাননা করা হলো। আমরা দেখেছি এই সকল কাজের কোনো বিচার হয় না। বিচার না হওয়ায় এই সকল কাজ বার বার করার সাহস দেখাচ্ছে তারা।”
তিনি রসূল (সঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে রাখাল রাহা ও সোহেল হাসানের সর্বোচ্চ শান্তি দাবি করে বলেন,” তিনি পাঠ্যপুস্তক সংস্কার কমিশনে ছিলেন। যে নিজেই একজন ইসলাম বিদ্বেষী সে আমাদের কি শিক্ষা দিবে। এই ইসলাম বিদ্বেষীকে অবশ্যই ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আরেক নাস্তিক সোহেল হাসান সেও আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে, তার-ও বিচার করতে হবে।”
র‍্যাবের কর্মকর্তা আলেপ উদ্দিনের বিচার দাবি করে বলেন, “সে আমাদের এক মুসলিম বোনকে জোর করে ধর্ষণ করেছে। সে কিভাবে র‍্যাবে থাকতে পারে। তাকেও অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,