জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ০১, আহত ০১

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সাব্বির হোসেন(২৮) নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) ভোর বেলায় দিগপাইত – তারাকান্দি মহাসড়কের মহাদান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং আহত সাব্বির হোসেন (২৮) একই এলাকার মো. বাবু মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা সাপ্লাই পানির বোরিং এর কাজ করেন। তারা রাতে মোটরসাইকেল যোগে বগুড়া হতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকার দিকে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় দু’জন ব্যক্তিকে রাস্তার পাশে নারিকেল গাছের নিকট পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন মৃত এবং একজন গুরুতর আহত ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন সম্ভবত ঘুমের কারণে মোটরসাইকেলের ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনার স্বীকার হয়েছেন।
এ বিষয়ে এস আই রাশেদুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করি ও গুরুত্বর আহত অবস্থায় পাওয়া একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।