শবে বরাতে মসজিদে মুসুল্লিদের ঢল, পাপ মোচনের আকুতি

আব্দুর রহমান ঈশান, স্টাফ রিপোর্টার, ঢাকা ক্যানভাস
আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা গভীর রাত পর্যন্ত নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে আল্লাহর অনুগ্রহ কামনা করছেন। রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ ইবাদতের জন্য মুসল্লিদের ঢল নেমেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি লক্ষ করা গেছে। মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে মসজিদে শুরু হয় দোয়া, মিলাদ ও ওয়াজ মাহফিল। রাতভর নফল নামাজ আদায়ের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানরা অতীতের পাপ থেকে মুক্তি এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করছেন।
শবে বরাত উপলক্ষে পাড়া-মহল্লার মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনার আয়োজন দেখা গেছে। এছাড়া মুসল্লিরা কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করছেন।
এ রাতকে কেন্দ্র করে ঘরে ঘরে তৈরি হচ্ছে হালুয়া, রুটি, মাংসসহ নানান উপাদেয় খাবার। এসব খাবার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে।
শবে বরাত শব্দটি এসেছে ফারসি থেকে, যার অর্থ ‘মুক্তির রাত’। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম উম্মাহ ‘লাইলাতুল বরাত’ হিসেবে পালন করে থাকে। এই রাত পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে, তাই শবে বরাত থেকেই অনেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।