সেনবাগে পৌর যুব ক্লাবের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার সেনবাগ পৌর যুব ক্লাবের উদ্যোগে বুধবার সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ পৌর যুব বিভাগের সভাপতি মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন এর সঞ্চালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম হোসেন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আলা উদ্দিন,পৌর জামায়াতে ইসলামীর বায়তুলমাল
সম্পাদক মো: আজিম উদ্দিন, পৌর জামায়াত নেতা হাফেজ মোহাম্মদ হারুন, পৌর যুব বিভাগের কোষাধ্যক্ষ জিয়াউর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত টুর্নামেন্টে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ৯ টি টিম অংশ গ্রহণ করেন।