সারাদেশ

বেনাপোল সীমান্তে অমর একুশে উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন

জাকির হোসেন,বেনাপোল,শার্শা: প্রতিনিধি: যশোরের বেনাপোল সিমান্তে  একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বেনাপোল সীমান্তের শুন্যরেখায়  দুই বাংলার  মিলনমেলা অনুষ্ঠান না হলেও এবার বাংলায়  চিত্র অংকন ও কবিতা প্রতিযোগীতা ও ভাষার গান অনুষ্ঠিত হয়েছে।
২১’ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে এ
প্রতিযোগীতার আয়োজন করেন প্রভাতী সংঘের অঙ্গ সংগঠন  বেনাপোল সরগম সংগীত একাডেমী ও পাঠাগার।
প্রতিযোগীতায় অংশ নেয় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও গাজিপুর মডেল প্রি ক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বেনাপোল সরগম সংগীত এ্যাকাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, সীমান্তের শুন্যরেখায় দুই দেশের ২১ উৎযাপন না হলেও বেনাপোল চেকপোষ্টে ছোট পরিসরে সরগম সংগীত একাডেমি  ও পাঠাগারের উদ্যোগে নানান কর্মসুচী নিয়ে ২১ আয়োজন করেছে। সকালে বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের পাশাপাশি সরগম সংগীত একাডেমির সদস্যর,ছাত্র/ছাত্রী ও শিল্পী,মিউজিশিয়ান সহ বেনাপোল হাইস্কুল প্রাঙ্গন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  পরে সরগম সংগীত একাডেমি,বেনাপোল চেকপোষ্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষা দিবসের উপর  চিত্র অঙ্কন, কবিতা প্রতিযোগীতা ও  দেশত্ববোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের  মধ্যে পুরষ্কার বিতরন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
দুই দেশের যৌথ উদ্যোগে অমর ২১ উৎসব না হওয়ার বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, দেশে ফ্যাসিস সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা হচ্ছে না। তবে  সীমান্ত অঞ্চল শার্শা ও বেনাপোলে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা,কর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।  দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে আশা করা যাচ্ছে, পুনরায় দুই দেশের মধ্যে ২১ উৎসবের আয়োজন করা হবে জানান তিনি।
বেনাপোল সরগম সংগীত একাডেমীর সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জানান, ২০০১-২০০৭ সালে প্রথম বেনাপোল শুণ্যরেখায় ভারত-বাংলাদেশ যৌথ ২১ আয়োজন করেছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতি সংগঠন বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের পশ্চিমবঙ্গের ২১ উৎযাপন কমিটি। কালের বিবর্তনে পরে এটি বিভিন্ন রাজনৈতিক সংগঠন পালন করে।  তবে  এবার যখন সীমান্তে দুই বাংলার মিলন মেলা হচ্ছেনা ঠিক তখনি আবারো ঐতিহ্য ধরে রাখতে  সেই সরগম সংগীত একাডেমি স্বল্প পরিসরে  বাংলাদেশ অংশে চেকপোষ্টে  সামাজিক,রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে আয়োজন করে ভাষা দিবস।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,