সারাদেশ

রায়পুরে ৪নং সোনাপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) বিকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারে এক কর্মী সভায় আবুল কালামকে আহবায়ক ও শেখ আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ তাঁতী দল লক্ষ্মীপুর রায়পুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরীর সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সদস্য হারুন পাটোয়ারীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা তাঁতী দল আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির চৌধুরী , এই সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির নেতা বাচ্চু, মন্টু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা হোসেন মিজি,ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক তহির মুন্সী, সদস্য সচিব আমির হোসেন, ওয়ার্ড বিএনপির নেতা জাহাঙ্গীরসহ প্রমুখ।
সভায় রায়পুর উপজেলা তাঁতী দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব জহির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদিত আহবায়ক কমিটিতে আবুল কালামকে আহবায়ক ও শেখ আহমদ চৌধুরীকে সদস্য সচিব,আরিফ হোসেন , বোরহান উদ্দিন টিটু পাটওয়ারী, ইসমাইল হোসেন লিটন, সরোয়ার পাটওয়ারী, সালেহ আহম্মদ , মোঃ বাবুল , মোঃ ফয়েজ আহম্মদ , সাব্বির , কাজী মাছুদ আলম ইমন জাহঙ্গীর হোসেন , জাহাঙ্গীর , বেল্লাল যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, আহবায়ক , তারেক হোসেন পাটওয়ারী, শওকত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এদিকে উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং