সারাদেশ

বেগমগঞ্জে গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনে যৌথ সভা

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ

সংবাদদাতা

১৯৭১ সালে ২৫শে মার্চ গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা ডিজিটাল মিলনায়তনে প্রশাসনের উদ্যেগে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, বেগমগঞ্জ মডেল থানার (ওসি) তদন্ত বি.এম আজম সুলতান, বিএনপি নেতা আহসান উল্যাহ, লক্ষ্মীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উদ্দিন, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা তরিক উল্যা জিন্নাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মির্জা প্রমুখ।
বক্তাগন বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে। কেউ ভুলবে না এমনকি এ জঘন্য ঘটনার স্মৃতি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। তাই গনহত্যা ও মহান স্বাধীনতা আমাদের জাতীর হৃদয়ে লিখা থাকবে। তাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাঙ্গালী জাতি গনহত্যা ও স্বাধীনতার স্মৃতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,